ইউনুছ শিকদার : বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নিয়োগবিধি সংশোধন সহ বেতন আপগ্রেডেশনের দাবিতে সারাদেশের নাই নোয়াখালীর সুবর্ণচরে ও চলছে কর্মবিরতি, দাবি মানার আগ পর্যন্ত সকাল ৮.০০ থেকে বিকেল ৩.০০ পর্যন্ত স্ব স্ব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চলবে এই কর্মবিরতি।
তাদের দাবি নিয়োগবিধি সংশোধন সহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ থেকে যথাক্রমে ১১,১২ ও ১৩ তম গ্রেডে উন্নীত করা।
তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ই ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এক মহাসমাবেশে আমাদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন।
তারা আরো বলেন আমাদের দাবি না মানলে আমরা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম থেকে বিরত থাকব।
এই সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক গোপীনাথ দাস, এইচ আই নূর মোহাম্মদ , এ এইচ আই শিরিন আক্তার , এ এইচ আই নুরুন্নেসা, হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দাবি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র রায়, দাবি বাস্তবায়ন কমিটির সদস্য এস এম এ কাদের, মাস্টার নবী আলম, জয়নাল আবদীন, শারমিন আক্তার পপি, মোহাম্মদ ইলিয়াস, মোঃ জাহাঙ্গীর হোসেন, অসীম কুমার দাস,আয়েশা আক্তার , বকুল রানী দাস,বাবুল চন্দ্র দাস প্রমূখ।


0 Comments