Breaking News

header ads

নোয়াখালীতে রোহিঙ্গা যুবক আটক


গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালীতে মো.নরুল আমিন (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.আবুল হাসান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক যুবক উখিয়ার কুতুপালং ক্যাম্পের আশরাফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত রোহিঙ্গা যুবকের আত্মীয় স্বজন কয়েকদিন আগে ভাষানচরে চলে আসে। সেও ভাষানচরে তার পরিবারের সদস্যদের কাছে আসার জন্য উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে।

পুলিশের তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল হাসান বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে হাতিয়া উপজেলার জনতা বাজার ঘাটে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে। পরে সে জিজ্ঞাসাবাদে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করলে স্থানীয়া তাকে মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন। 

তিনি আরও জানান, আগামীকাল বুধবার (৯ ডিসেম্বর) আটক রোহিঙ্গা যুবককে ভাসানচরে প্রেরণ করা হবে।

Post a Comment

0 Comments