Breaking News

header ads

ভোট জালিয়াতির অভিযোগ বেগমগঞ্জে বিএনপি প্রার্থীর পুনঃ নির্বাচনের দাবী


ইউনুছ শিকদার: নোয়াখালী বেগমগঞ্জে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে অনিয়ম, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির প্রতিবাদে এবং পুনঃ নির্বাচনের দাবীতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমনের চৌমুহনী নির্বাচনী অফিসে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, সাধারন সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মহসিন আলম প্রমূখ।

বক্তাগন অভিযোগ করেন বৃহস্পাতিবার বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সরকারী দলের লোকজন প্রশাসনের কর্মকর্তাদের সামনে প্রকাশ্যে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে জোর পূর্বক তাদের নৌকায় সিল মারে। তারা আরো অভিযোগ করে বলেন নির্বাচনী ব্যালটে নৌকা মার্কার উপরে নির্বাচন কমিশন অফিসের সিল মারা অনেক ব্যালট পাওয়া গেছে যা-নির্বাচনী ইতিহাসে প্রথম। তারা বলেন অনেক ব্যালট পেপাররে নৌকায় সিল মারা পুরো বই রাস্তায় পাওয়া গেছে। এসকল বই তারা পূর্বেই সিল মেরে রেখেছিলো।নির্বাচনে ১৫ জন নেতাকর্মীকে বিভিন্নস্থানে পিটিয়ে আহত করা হয়। তারা মাইজদী,লক্ষ্মীপুর সহ উপজেলার বাহির থেকে শত শত বহিরাগতদের এনে জাল ভোট প্রয়োগ করে। তারা আরো বলেন ভোট চলাকালীন সময়ে বিভিন্ন অনিয়মের কারন দেখিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর ৮০ টি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করার জন্য তাৎক্ষনিক আবেদন করলেও তারা কর্ণপাত করেনি।

Post a Comment

0 Comments