Breaking News

header ads

ইউটিউবে যাত্রা শুরু করছেন মিজানুর রহমান আজহারী


গাংচিল অনলাইন.কমঃ ইউটিউবে যাত্রা শুরু করছেন মিজানুর রহমান আজহারী। তিনি একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন ভক্তদের মাঝে। বুধবার (০৯ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নিজেই এ তথ্য জানিয়েছেন। 


ডা. মিজানুর রহমান আজহারীর ফেইসবুক স্ট্যাটাসটি গাংচিল অনলাইন এর পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো:-
দীর্ঘদিন যাবত অনেক শুভাকাঙ্খী ভাইবোনেরা আমার একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল খোলার পরামর্শ দিয়ে আসছেন। ভেরিফাইড ফেইসবুক পেইজের মত একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, সেখানেও দা’ওয়াহ কাজ করার অনুরোধ করেছেন। বর্তমানে ফেইসবুক ছাড়া আমার আর কোন সোশ্যাল একাউন্ট নেই। দা’ওয়াহ কাজকে আরো বেগবান করতে বিষয়টি নিয়ে আমিও ইদানীং সিরিয়াসলি ভাবছি।


বিষয়ভিত্তিক সিরিজ লেকচার, তাফসির সিরিজ, জীবনঘনিষ্ঠ প্রশ্নোত্তর, দারসুল হাদীস এবং সমসাময়িক বিষয়ে ইসলামিক পয়েন্ট অব ভিও থেকে আলোচনা— এরকম বিভিন্ন কন্টেন্ট নিয়ে চ্যানেলটিতে গঠনমূলক কিছু কাজ করা যেতে পারে। তাই, এব্যাপারে আপনাদের সুচিন্তিত পরামর্শ কামনা করছি। আপনারা কে কি ভাবছেন? ভাবনাগুলো আমায় জানান।

Post a Comment

0 Comments