লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ২০১৩ সালের ১২ ডিসেম্বরে নিহত ও আহতদের স্মরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার জেলা যুবদলের উদ্যোগে দুপুরে শহরের উত্তর তেমুহনীস্থ জেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজ কল্যান সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু।
জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, লক্ষ্মীপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নাছির উদ্দিন, সদর থানা পশ্চিম বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান সোহেল, লক্ষ্মীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহরব হোসেন প্রমুখ।
পরে ২০১৩ সালের ১২ ডিসেম্বর সকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েল, শিহাব, মাহাবুব আলম, সুমন’সহ নিহত ও আহতদের স্মরণে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।


0 Comments