Breaking News

header ads

লক্ষ্মীপুরে ব্রীজ সংস্করণ করে দিলেন কাউন্সিলার স্বপন


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড ও ৭ নং ওয়ার্ড এর সংযোগ হাসপাতাল রোডের জলিল উদ্দিন ভূঁইয়া সড়কের খালের উপর নির্মিত ব্রীজটির দু পাশের রেলিং দীর্ঘদিন ধরে ভাংঙ্গা অবস্থায় পড়ে ছিল, এতে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটে, কিন্তুু এই ব্রীজের সংস্কার করতে সরকারি কতৃপক্ষের উদাসীনতার কারনে এতে প্রতিনিয়ত সদর হাসপাতালে চিকিৎসা ও জরুরী কাজে যাওয়া জনসাধারন দুর্ভোগে পড়েন ।

অবশেষে ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপনের নিজ অর্থায়নে উক্ত ব্রীজটির রিলিংটি দু পাশের রেলিং সংস্করণ করে দেন।

গত ১লা ডিসেম্বর জনদুর্ভোগ এড়াতে নিজ অর্থায়নে দ্রুত ব্রিজের রেলিংটি মেরামত করেন কাউন্সিলর। আবুল খায়ের স্বপন বলেন আমি সবসময়ই ৬নং ওয়ার্ড বাসীর পাশে আছি এবং আগামীতে ও থাকবো। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্রীজটির রেলিং না থাকায় যাতায়াতসহ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় হাসপাতালে আসা জনসাধারণ ও স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের। পথচারী ও যান চলাচলের উপযোগী করে তুলতে ইতোমধ্যই নিজ খরচে সংস্কার কাজ সমাপ্ত করছি, আমি সবাইর কাছে দোয়া ছাই।

Post a Comment

0 Comments