Breaking News

header ads

লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন -আব্দুল জলিল


লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা শ্রেষ্ঠ ওসি নির্বাচন হলেন রায়পুরে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল। 

গত অক্টোবর মাসে উল্লেখযোগ্য মাদক, অস্ত্র উদ্ধার ,ওয়ারেন্ট তামিলসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুরে মাসিক কল্যাণ সভায় ক্রেষ্ট ও সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা।


এছাড়াও গুরুত্বপূর্ণ অবদান রাখায় রায়পুর থানা পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর, এএসআই আহসান মোর্শেদ, মোঃ মনির, জাকির হোসেন জাহাঙ্গীর আলম’কে পুরস্কার প্রদান করা করা হয়।

এ সময় লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ‍রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রাণী প্রামাণিক, আর আই পুলিশ লাইন্স মোঃ নুরুল ইসলাম, সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ছাড়াও পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

সভায় জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায়।

Post a Comment

0 Comments