গাংচিল অনলাইন ডেস্ক: বড় দুঃসংবাদ শুনিয়েছে আর্জেন্টিনার পত্রপত্রিকা। জানিয়েছে, ফুটবল সুপারস্টার দিয়োগো ম্যারাডোনা মারা গেছেন। ব্রাজিলের সংবাদ মাধ্যমও এই তথ্য জানিয়েছে।
আর্জেন্টিনার ক্লারিন পত্রিকা জানিয়েছে, রাজধানী বুয়েন্স আয়ার্সে মারা গেছেন ম্যারাডোনা। শারীরিক অসুস্থতা নিয়ে ম্যারাডোনা কিছুদিন আগে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
৬০ বছর বয়সী এই ফুটবল সুপারস্টার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্বের সেরা ফুটবলার মানা হতো তাকে। আর্জেন্টিনা জুনিয়র্সের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করা ম্যারাডোনা সেই ক্লাবে খেলেন ১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত। তারপর তিনি ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন। ১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন ম্যারাডোনা। মেক্সিকোতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান ম্যারাডোনা।
১৯৯৪ সালের আমেরিকা বিশ্বকাপ থেকে মাদক গ্রহনের দায়ে বহিষ্কৃত হন। ফুটবল থেকে অবসর নেয়ার পর ম্যারাডোনা কোচিংয়ে জড়িয়ে পড়েন। তবে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতলেও কোচ হিসেবে তেমন বড় কোন সাফল্য ছিল না তার।



0 Comments