Breaking News

header ads

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় ৪র্থ শ্রেণির স্কুল ছাত্রীর মৃত্যু।

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তার (১০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা সোনাপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে । 

শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

স্থানীয় জানা গেছে, সকালে ওই ছাত্রী রাস্তা পারাপারের সময় লক্ষ্মীপুরের দিকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। চালককে আটক করা যায়নি, তবে ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

Post a Comment

0 Comments