ইউনুছ শিকদার : লক্ষ্মীপুরের রামগতিতে আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী নানান কর্মসূচী ও শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উৎসবের আমেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরষ্কার বিতরই ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল সভাপতি মো. আব্দুল মোমিন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্ষিক ক্রীড়ার সকল কর্মসূচীতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুল কমিটির সদস্যরা অংশ গ্রহন গোটা দিনটি আনন্দমূখর করে তোলে।
ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


0 Comments