লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার মূখোমুখি সংঘর্ষে ৪জন নিহত ও ৩জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বটতলী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজির চালক মো. খোরশেদ আলম, সিএনজির যাত্রী অজ্ঞাত নারীসহ আরও দুই শিশু।
বটতলী বাজার বণিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন’সহ স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বটতলী পূর্ববাজার এলাকায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার মূখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে এক নারী সহ ৩জন নিহত ৪জন আহত হয়েছে। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পর খোরশেদ আলম নামের আরও একজনকে মৃত ঘোষনা করে চিকিৎসকরা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন সড়ক দূর্ঘটনায় ৪জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 Comments