Breaking News

header ads

রায়পুরে পাঁচ স’মিলে জরিমানা।


লক্ষ্মীপুর প্রতিনিধি : 
রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ স’মিলে ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হায়দারগঞ্জ রোড সংলগ্ন ও হায়দারগঞ্জ বাজার মডেল স্কুলের পাশে পাঁচ স’মিলের মালিকের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরীন চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বন বিভাগের কর্মকর্তা চন্দন ভৌমিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরীন চৌধুরী বলেন, "করাত-কল (লাইসেন্স) বিধিমালা-২০১২" অনুযায়ী নীতিমালা অমান্যকারী ৫ ব্যক্তির কাছ থেকে ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

Post a Comment

0 Comments