Breaking News

header ads

লক্ষ্মীপুরে হাজিরপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে স্কুলে মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ ও অত্র স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নুরুল ইসলাম। এসময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও একটি অডিটোরিয়াম নির্মাণের জন্য অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।  

এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী শহীদ ইসলাম পাপুল এমপির সহধর্মীনীর অসুস্থ্যতার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেনি। এমপির পক্ষে তাঁর সদর প্রতিনিধি আদনান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় অত্র বিদ্যালয়ে কাজী শহীদ ইসলাম পাপুলের নামে একটি অডিটোরিয়াম নির্মাণ এবং বিদ্যালয়ের পাশ্ববর্তী পুকুর ভরাটের ব্যাপারে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।  

বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মনির উদ্দিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী, হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম বাবুল পাটওয়ারী, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মদ, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা নজরুল ইসলাম ভূলু, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান হারুন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মহিউদ্দিন কচি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. কাউছার আহম্মেদ প্রমুখ। 

এসময় অত্র স্কুলে একটি শহীদ মিনার নির্মাণের ঘোষনা দেন চেয়ারম্যান শামছুল আলম বাবুল পাটওয়ারী। এছাড়া অন্যান্য বক্তারা স্কুলের জন্য আলমেরী, স্কুল পাঠাগারের জন্য বই, বুক সেল্প এবং শিক্ষার্থীদের বনভোজনে যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করবেন বলে জানান। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মজুমদার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম-আহ্বায়ক এড. শামছুল হক শামছু, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, দিঘলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রায়হান হোসেন তুষার, হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. মনির হোসেন’সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। 

Post a Comment

0 Comments