ইউনুছ শিকদার: সুবর্ণচর উপজেলায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়ীতে হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) গভীর রাতে ৫ নং চরজুবিলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের এনাম মাষ্টারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে এনামের স্ত্রীর চিৎকারে ডাকাত পড়েছে ভেবে এগিয়ে এম দেখি বসত ঘরের পেছনে ব্যাপক ভাংচুর এবং বেশ কিছু ফলজ গাছ কর্তন করা। ব্যবহারিত টয়লেট, গভীর নলক্প এবং পানির ট্যাংক উপড়ে পেলেছে।
এনামের স্ত্রী কামরুন নাহার বেগম সালেহা অভিযোগ করে বলেন, রাতে খাবার খেয়ে বাড়িতে থাকা আমার এক সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে বাহিরে শব্দ শুনতে পেয়ে বের হতেই দেখি একই গ্রামের প্রতিবেশী বেলায়েত হোসেন (৬০), বেলায়েত হোসেনের পুত্র পারভেজ (২৯), ইয়াছিন আরাফাত, মুকবুল আহমেদের পুত্র আব্দুর রব আনোয়ারীসহ অজ্ঞাত ২০/২৫ জনের এক দল যুবক দেশীয় অস্ত্র নিয়ে আমাকে জিম্মি করে এ হামলা চালায়।
তিনি আরো বলেন, হামলাকারীদের মধ্যে ৪ জনকে চিনতে পেরেছি। আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে পূর্বের জায়গা জমি নিয়ে বিরোধের জেরে তারা এ হামলা করে।
অভিযুক্ত পারভেজ এবং ইয়াছিন আরাফাতের কাছে জানতে চাইলে তারা বলেন, “আমরা ঘটনার সম্পর্কে কিছুই জানিনা এ ঘটনায় আমরা জড়িত নই, আমাদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি এবং একজন এএসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


0 Comments