Breaking News

header ads

মেসেঞ্জারে 'তুমি' বলাকে কেন্দ্র করে নোবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ

গাংচিল অনলাইন.কমঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে এক ব্যাচ সিনিয়রকে তুমি বলে সম্বোধন করাকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সিনিয়র জুনিয়র শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ১১টায় নোবিপ্রবি প্রশান্তি পার্ক ক্যান্টিনের সামনে বিশ্ববিদ্যালয় ১৩তম এবং ১৪তম ব্যাচের দুই শিক্ষার্থীর মধ্যে তুমুল মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। শিক্ষার্থী দুজন হলো জুয়েল রানা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (২০১৭-১৮) এবং মো জমির আলী বাংলা বিভাগ (২০১৮-১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় তারা একে অপরকে লাথি মারতে থাকে। তাদের উভয়কে মারামারির সময় উত্তেজিত অবস্থায় হাতেনাতে ধরে ফেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বাংলা বিভাগের প্রভাষক সাহানা রহমান। ঘটনার সময় অন্য দুই শিক্ষক এসে থামাতে চেষ্টা করলে তাদের উপেক্ষা করে উভয়েই মারামারির চেষ্টা করে।

ঘটনাস্থলে বিশ্ববিদ্যালের সিনিয়র কয়েকজন শিক্ষক এসে ঘটনার সঙ্গে জড়িতদের বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে নিয়ে যায়। সেখানে তাদের বক্তব্য শুনার পর ব্যক্তিগত পরিচয়সহ ঘটনার পেছনের সূত্র লিখিত বক্তব্য আকারে নিয়ে ছেড়ে দেয় প্রক্টরিয়াল টিম।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের এক শিক্ষার্থী নতুন বর্ষের (১৫ তম ব্যাচ) এক শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে কথা বললে সিনিয়রকে তুমি বলে সম্বোধন করায় এই ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে সিনিয়র ওই শিক্ষার্থীর এক বন্ধু ফোনে তাকে দেখিয়ে নেওয়ার হুমকি দেয়। এবং আজ প্রশান্তি পার্ক ক্যান্টিনে ডেকে চোখ তুলে ফেলারও হুমকি দেয় তাকে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাহানা রহমান বলেন, ঘটনায় সম্পৃক্ত সকলের নাম সহ অভিযোগ সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। এবং সবার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে। প্রক্টরিয়াল টিম ঘটনা বিশ্লেষণ করে সকলের যথাযোগ্য শাস্তি নিশ্চত করবে।

Post a Comment

0 Comments