ফয়সাল কবির,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে বাংলাদেশ আইনজীবী সহকারী (ল’ ক্লার্ক) আইন পাস করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করে লক্ষ্মীপুর আইনজীবী সহকারী সমিতি।
এসময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. মামুন হোসেন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মানিক, মো. হেলাল উদ্দিন রকি, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন হেলাল, প্রচার সম্পাদক মো. রাসেল হোসেন।
বক্তারা অবিলম্বে বাংলাদেশ আইনজীবী সহকারী (অ্যাডভোকেট ক্লার্ক) আইন পাস করার জন্য জোর দাবি জানান।
মানববন্ধনে জেলায় কর্মরত আইনজীবী সহকারীরা অংশ নেন।


0 Comments