Breaking News

header ads

রাজাপুর উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন শেখ মুজিবুর রহমান

ফয়সাল কবির, লক্ষ্মীপুর : 
লক্ষ্মীপুর সদর উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন ১৩ নং দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। 

এই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হন গোলাম সারওয়ার ও শেখ মুজিবুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তালেব এর উপস্থিতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে শেখ মুজিবুর রহমান চার ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী গোলাম সারওয়ার পেয়েছেন তিন ভোট। 

নব নির্বাচিত অভিভাবক সদস্য জি. কে রাসেল, মোঃ মানিক, মাওলানা ইব্রাহিম, নুরুল আমিন, সালমা ইসলাম এবং সভাপতি গোলাম সারওয়ার’সহ মোট ৭জন ভোটার ভোট প্রয়োগ করেন।

নব নির্বাচিত সভাপতি শেখ মুজিবুর রহমান বলেন, অত্র বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। তিনি চেষ্টা করবেন শিক্ষার মানউন্নয়ন’সহ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য। 

Post a Comment

0 Comments