Breaking News

header ads

কমিউনিটি পুলিশিং চট্রগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সংগঠক লক্ষ্মীপুরের আজাদ ভূঁইয়া।

ফয়সাল কবির, লক্ষ্মীপুর: 
কমিউনিটি পুলিশিং সেল চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত হলেন লক্ষ্মীপুর জেলা কমিউিনিটি পুলিশিং সেল সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম (বার) পিপিএম) এর নিকট থেকে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন তিনি।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, জাকির হোসেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএ সেবা), লক্ষ্মীপুর সদর থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া প্রমুখ।

উল্লেখ্য, স্বল্পসময়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সততা ও দক্ষতার সাথে দ্রুত বাস্তবায়ন, প্রত্যন্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা, সমাজসেবায় ও কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদানের জন্য তিনি এ পুরষ্কার পান। এর আগে ২৭ অক্টোবর ২০১৯ ইং তারিখে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডক্টর মোহাম্মদ জাবেদ পাঠোয়ারী, বিপিএম(বার) স্বাক্ষরিত সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন তিনি।

Post a Comment

0 Comments