ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি :
সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রর্দশনী মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক নাসরুল্লাহ মো. ইরফান।
জেলা তথ্য অফিসার খন্দকার তৌহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মাওলা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা বেগম, খিলবাইছা জিএফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় সমৃদ্ধির অগ্রযাত্রায় শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় উন্নত রাষ্ট্র ও উন্নত জাতি গঠনে দেশের উন্নয়ন এবং অগ্রগতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্ব্যবহার, গুজব ছড়ানো রোধে করণীয়, সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহ রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে চলচ্চিত্র প্রর্দশনীর আয়োজন করা হয়।
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


0 Comments