ফয়সাল কবির, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে প্রতিষ্ঠান মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কেয়ার এডুকেশন স্কুল কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেয়ার এডুকেশন স্কুল কলেজের পরিচালক মো. ফখরুল ইসলাম স্বপন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের বাংলা বিভাগের সহকারী ইনচার্জ শুভ কান্তি সেন।
এসময় কেয়ার এডুকেশন স্কুল কলেজের ডে-কেয়ারের সহকারী ইনচার্জ মো. নুরুল করিম, পরিবহন শাখার সহকারী ইনচার্জ মো. আবুল কাশেম’সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 Comments