ইউনুছ শিকদার: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন থেকে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে কালিবাড়ী ব্রিজ এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কালিবাড়ী এলাকার সড়কে মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি কোম্পানীগঞ্জ থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের বড় ভাই আবদুল গফুর জানান, জাহাঙ্গীর আলমের সাথে কারো কোন বিরোধ ছিলনা। কি কারণে তার মৃত্যু হয়েছে তিনি জানেন না।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর মাদকাসক্ত ছিল। তাদের ধারণা অতিরিক্ত মদপানে তার মৃত্যু হতে পারে।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, স্থানীয়দের ভাষ্য জাহাঙ্গীর মাদকাসক্ত। নিহতের শরীরের কোন প্রকার আঘাতের চিহৃ পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


0 Comments