লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জনতা বাজার-সিকদার রাস্তা এলাকার কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দোলোয়ার হোসেন ফরাজী (৩০) নামের এক মোটরসাইকেল আরহী নিহত ও ১জন গুরুতর আহত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কেয়াম উদ্দিন বেপারি বাড়ীর সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত দোলোয়ার হোসেন উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ফরাজী বাড়ীর আবদুল মোতালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দোলোয়ার হোসেন ও তার ভাই মো. হোসেন মেস্ত্রী রায়পুর উপজেলা কমপ্লেক্সে তাদের অসুস্থ্য ভাগ্নীকে দেখে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি কেয়াম উদ্দিন বেপারি বাড়ীর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দোলোয়ার হোসেন ফরাজী ঘটনাস্থলে মারা যায় এবং তার ভাই মো. হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
রায়পুর থানা ওসি (তদন্ত) শিপন বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের বড় ভাই আনোয়ার হোসেন অজ্ঞাত নামে একটি হত্যা মামলা দায়ের করেন। চালক ও গাড়িটি আটকের জন্য চেষ্টা চলছে।

0 Comments