Breaking News

header ads

লক্ষ্মীপুরে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ।

লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরে সড়কের পাশে সরকারি জায়গা ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার জকসিন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার রাস্তার পাশে ও খালের ওপর গড়ে ওঠা পাকা-আধাপাকা প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমন দে, সহকারি কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদসহ পুলিশ সদস্যরা।

Post a Comment

0 Comments