লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ইত্তেফাকের হীরক জয়ন্তী পেরিয়ে ৬৭তম বর্ষে পর্দাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। শুরুতে কেক কেটে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. আবদুল মালেকের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. হ. ম মোশতাকুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, গাজী গিয়াস উদ্দিন, আবু জাকের রাবেত প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, ইত্তেফাকের রামগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, কমলনগর উপজেলা প্রতিনিধি এম এ মজিদ। এ ছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ইত্তেফাক পাঠক ফোরাম, জেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ।
সভার শুরুতে বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তাঁর পরিবারবর্গকে। ইত্তেফাকের নির্মাণ শৈলীকে যারা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছেন তাদের অন্যতম বঙ্গবন্ধু শেথ মুজিবুর রহমান, প্রয়াত মজলুম জননেতা মাও. আবদুল হামিদ খান ভাসানী ও গণতন্ত্রের মানষপুত্র প্রয়াত হোসেন শহীদ সোহরাওর্দীকে। সভায় বাংলা ও বাঙ্গালীর ৬৬ বছরের ইতিহাসের স্বারথী ও বাঙ্গালীর সংগ্রামের ভ্যানগার্ড দৈনিক ইত্তেফাকের অগ্রযাত্রা ও শুভ-কামনা করা হয়।

0 Comments