Breaking News

header ads

নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলায় আমানিয়া হোটেলকে জরিমানা।

গাংচিল অনলাইন.কম: নোয়াখালী সদরে অবস্থিত আমানিয়া হোটেলকে নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে ড্রেনে ফেলায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

হো‌টে‌লের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে ‌ড্রে‌নে ফে‌লে নোংড়া ও দূ‌ষিত এবং অস্বাস্হ্যকর প‌রি‌বেশ সৃ‌ষ্টি করার দা‌য়ে ১০হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। 

আদালত প‌রিচালনা ক‌রেন এ‌ক্সি‌কিউ‌টিভ ম্যা‌জি‌স্ট্রেট মো: রোকনুজ্জামান খান। সহ‌যো‌গিতায় ক‌রেন স্যা‌নিটারী ইন্স‌পেক্টর, নোয়াখালী পৌরসভা। আইনশৃঙ্খলায় সহযোগীতা করেন সুধারাম ম‌ডেল থানা পু‌লিশ।

Post a Comment

0 Comments