ইউনুছ শিকদার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭২ এর ২০শে ফেব্রুয়ারি ঢাকার বাহিরে প্রথম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা পরিদর্শনে আসেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে কোদাল নিয়ে মাটি কেটে চরের মধ্যে ৭০’র প্রলয়ংরী ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও পশু-সম্পদের নুন্যতম আশ্রয়ের নিমিত্তে দেশের প্রথম স্বেচ্ছাশ্রমে মাটির কিল্লা নির্মাণ করেন। যা শেখের কিল্লা বা মুজিব কিল্লা নামে সু-পরিচিত।
এ লক্ষ্যে ১৮ ডিসেম্বর (বুধবার) দুপুরে হেলিকপ্টার যোগে মুজিব কিল্লা নির্মানের নির্ধারিত স্থান পরিদর্শনে আসেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
পরিদর্শন শেষে মন্ত্রী স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ সাংসদ মুক্তিযোদ্ধা একেএম শাহাজাহান কামাল এমপি, লক্ষ্মীপুর-৪ সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান এমপি, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: মাকছুদুর রহমান পাটওয়ারী, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ হ ম কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এটিএম আরিচুল হক, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদসহ প্রমূখ।
এছাড়াও গুচ্ছগ্রাম নুরানী মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


0 Comments