নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. রফিক আহমেদ। বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে তিনি আনারস প্রতীকে ১২৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী রহিমের নেছা চেয়ার প্রতীকে পেয়েছেন ৯৫ ভোট। ছাতা প্রতীকে ৫৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ।
বুধবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. আবু নোমান চৌধুরী ও সদস্য মো. আনিছুজ্জামান স্বাক্ষরিত নির্বাচনী ফলাফলে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলা বিআরডিবি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


0 Comments