Breaking News

header ads

বেগমগঞ্জে দুই শতাধিক কোয়েল পাখি হত্যা!

গাংচিল অনলাইন.কমঃ বেগমগঞ্জ উপজেলার আফানিয়া বাজারে একটি কোয়েল পাখির খামারের দুই শতাধিক পাখিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার রাতের যে কোনো সময় মিরআলীপুর গ্রামের আবুল কাশেম সুমনের খামারে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা খামারের পাখিগুলোকে মেরেছে তা জানা যায়নি। এ ঘটনায় খামারের মালিক বেগমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ক্ষতিগ্রস্থ খামারি সুমন জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি খামারে পাখিদের খাওয়া ও পানি দিয়ে বাড়িতে চলে যান। শুক্রবার সকালের দিকে খামারে এসে দেখতে পান বাহিরে কিছু কোয়েল পাখির নিথর দেহ পড়ে আছে। তবে খামারের দরজা তালাবদ্ধ ছিল।

পরে তিনি দরজার তালা খুলে ভিতরে গিয়ে দেখতে পান সামান্য একটু জায়গার মধ্যে মৃত কোয়েল পাখি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক পর্যায়ে তিনি সবগুলোকে ঘুছিয়ে নিয়ে দেখেন দুইশতাধিক পাখি মৃত। এতে তার অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

সুমন আরো জানান, মৃত্যুর ধরণ দেখে মনে হচ্ছে পাখিগুলোকে কেউ পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। ইদুর, বিড়াল বা অন্য কোনো প্রাণি দ্বারা হত্যার শিকার হলে এত পাখি মারা যেত না কিংবা পাখিগুলোর গায়ে ক্ষত চিহ্ন থাকতো।

মাত্র দুই তিন মাস পূর্বে তিনি খামারাটি শুরু করেছেন। মোট দুটি শেডে তিনি এ খামার গড়ে তুলেন। বর্তমানে খামারটিতে আড়াই হাজার কোয়েল পাখি রয়েছে। এর মধ্যে বেশিরভাগ পাখি ডিম দিচ্ছে। এরই মধ্যে এমন ঘটনা তাকে লোকসানের দিকে ঠেলে দিবে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, খামারি সুমন একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। যে বা যারাই এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments