Breaking News

header ads

ভূমধ্যসাগরে প্রাণ গেল বাংলাদেশিসহ ১৬জনের, অনেকেই নিখোঁজ!

গাংচিল অনলাইন ডেস্কঃ গত ২৬ নভেম্বর মরক্কো থেকে স্পেনে যাওয়া পথে নৌকাডুবিতে ৭ বাংলাদেশি তরুনের ভূমধ্যসাগরে মৃত্য হয়েছে বলে জানা গেছে। 

মরক্কো’ নাদুর শহর থেকে প্লাস্টিক বুটে করে বাংলাদেশি ৮ যুবকসহ প্রায় ৭৮ জন তরুন স্পেনের যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৭ বাংলাদেশী সহ ১৬ জন তরুনদের মূত্য ঘটনা মানবাধিকার সংস্থার একটি পেজে পোস্ট করা হয়, এতে নৌকায় থাকা আরো অনেক নিখোঁজ রয়েছেন বলে উল্লেখ করা হয়।

নিখোঁজের মোধ্য রয়েছেন সিলেট মৌলভীবাজার বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের জাকির হোসেন এবং সিলেট বিশ্বনাথের আবু আশ্রফ নামের আরো এক যুবক। 

মরক্কো থাকা বাংলাদেশি ইবাদ নামের এক ব্যক্তি টাইম টিউনের ফেইসবুক মেসেঞ্জারে জানান, নৌকাডুবিতে ৩ জনের মৃত দেহ স্পেনের একটি অঙ্গরাজ্য মেলিনা দ্বীপের ভেসে উঠে, তখন মেলিনা পুলিশ সাগরে থাকা নৌবাহিনীকে জানিয়ে দেয় এরপর শুরু হয় উদ্ধার কাজ উদ্ধারের পর ১ জন মেলিনা হাসপাতালে মারাজান, ৪ জনের অবস্হা আশঙ্কাজনক, ১৬ জন নিখোঁজ রয়েছেন তদের নাম টিকানা এখন জানাজায়নি তাদের মধ্যে ৫৮ জন বেচে আছেন বলে জানিয়েছেন ।

নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া যাত্রী মেলিলা ক্যাম্পে থাকা সিলেটের জকিগন্জ উপজেলার তারেক আহমদ নামের এক যুবক নিহতের কথা জানান। তিনি তাদের সাথের যাত্রী ছিলেন। নৌকাডুবির পর থেকে অনেককে উদ্ধারকর্মীরা খুজে পাননি। এর মধ্যে সিলেটের বড়লেখা ও বিয়ানীবাজারের বেশ কয়েক জন তরুন রয়েছেন। নৌকাডুবিতে সাগরে ৫ জন মারা গেছে আরো কয়েক জন আহত অবস্তায় হাস্পাতালে আছেন, অন্যরা নিখোঁজ বলে জানান।

Post a Comment

0 Comments