ইউনুছ শিকদারঃ কোম্পানীগঞ্জ উপজেলার বসুর হাটের একটি খেলার মাঠ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের একটি মাঠে নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে বিকাল ৪টার দিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়, নবজাতক শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, নবজাতক শিশুটিকে কে বা কারা জম্মের পর গলাটিপে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, বিষয়টি আমাদের আমলে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।


0 Comments