লক্ষ্মীপুর প্রতিনিধি:
ভোলায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে কটুক্তি করা ও তৌহিদী জনতার উপর পুলিশী হামলার প্রতিবাদে সোমবার (২১ অক্টোবর) বিকেলে রায়পুর পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এত্তেফাকুল উম্মাহ পরিষদের উদ্যোগে এ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে প্রাইম ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন মাওলানা নুরুল আমিন কাসেমী মহাদ্দিস- লুধুয়া মাদরাসাতুল-ইশা, হাফেজ মাওলানা নুর উদ্দিন ও মুফতি আব্দুল্লাহ প্রমুখ। মিছিলে পাঁচ শতাধিক আলেম ওলামা ও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।


0 Comments