নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯ অর্জন করায় রূপাচরা সফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অত্র স্কুলের শিক্ষক ও কার্যকরী পর্ষদের উদ্যোগে সোমবার (২১ অক্টোবর) দুপুরে স্কুল মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুক এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম খান। বক্তব্য রাখেন, সংবধিত অতিথি ও রূপাচরা সফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর উপজেলা আ. লীগের সহ-সভাপতি আবুল কাশেম মিয়াজী, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শামছুল হক শামছু, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল খালেক ভূঁইয়া, চরশাহী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু, চরশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, খাগুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুদ্দিন, অত্র স্কুল পরিচালনা কমিটির সদস্য জামাল উদ্দিন ভিপু, সাবেক সহ-সভাপতি হাফেজ আহম্মদ মিয়া, সাবেক সদস্য নেছার আহাম্মদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হোসেন, কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, দিঘলী নিন্মমাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. দুলাল প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন, প্রাক্তন শিক্ষার্থী সহেল মাহমুদ, ১০ম শ্রেণির শিক্ষার্থী আকিব হোসেন, ৯ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস মিথু।
অনুষ্ঠানে স্কুলের সিনিয়র শিক্ষক রিপন কুমার পাল, সাহাব উদ্দিন, রত্না রানী দাস, মমতাজ বেগম, জোৎস্না আক্তার, ছায্যাদ হোসাইন জুনায়েদ, ভাষান চন্দ্র দেবনাথ’সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


0 Comments