Breaking News

header ads

সুবর্ণচরে অটোচাপায় এক পথচারী নিহত।

গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে অটোচাপায় এক পথচারী নিহত হয়েছেন। 

সোমবার দুপুরে স্থানীয় রব্বানিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবু তাহের। 

চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, দুপুরে রব্বানিয়া মাদরাসার সামনে রাস্তা পার হচ্ছিলেন আবু তাহের। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে  স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।  

Post a Comment

0 Comments