Breaking News

header ads

নোয়াখালীতে দুদকের সদ্য নির্মিত জেলা কার্যালয় ভবন উদ্বোধন।

গাংচিল অনলাইন.কম: দুর্নীতি দমন কমিশনের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয় উদ্বোধন করেছেন দুর্নীতি দমন কমিশন এর কমিশনার তদন্ত এ এফ এম আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে তিনি সদ্য নির্মিত এ ভবনের উদ্বোধন করেন।

এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্যাহ, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, দুদকের পরিচালক মাহমুদ হাসান, নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, নোয়াখালীর পৌরমেয়র শহিদ উল্যাহ খান সোহেল, সিভিল সার্জন ডা: মো: মোমিনুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। 

সভায় প্রধান অতিথি দেশ ও জাতির স্বার্থে দুদক আরো বেগবান ও কর্মনিষ্ঠ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments