Breaking News

header ads

লক্ষ্মীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : “সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সুস্থ জীবন, সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে  র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বর্পূন সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লক্ষ্মীপুরের নির্বাহী মোহাম্মদ নাসরুল্লাহ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী এ কে এম রশিদ আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শুরু পূর্বে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার আয়োজন করা হয়।

Post a Comment

0 Comments