ইউনুছ শিকদারঃ মা ঈলিশ প্রজনন মূহুর্তে চলমান ২২দিনের অভিযান চলাকালীন সময়ে সরকারী আইন অমান্য করে নদীতে জাল ফেলার অপরাধে ৮ জেলেকে জেল ও জরিমানা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ( আই সি)মো.জাহাঙ্গীর আলম ও আই সি ইব্রাহীম খলিলের যৌথ অভিযানে রামগতির মেঘনা নদীর টাংকির ঘাট এলাকা থেকে ৮ জন জেলেকে ৬ টি নৌকা ও প্রায় ৫ হাজার মিটার জালসহ আটক করা হয়।এছাড়াও প্রায় ৬০ কেজি ডিমওয়ালা মা ঈলিশ জব্দ করা হয়। এই অভিযান সফল করতে এক ঝাঁক চৌকষ পুলিশ সহযোগিতা করেছিল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রামগতি উপজেলার নির্বাহী অফিসার মো. আবদুল মোমিন, সহকারী কমিশনার ( ভূমি) সূচীত্র রঞ্জন দাস ও রামগতি মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ৫ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মৎস্য অফিসার জসিম উদ্দিন প্রতিবেদককে বলেন,আটককৃত জালের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। জব্দকৃত জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। আটককৃত ৬টি নৌকা বড়খেরী নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।


0 Comments