Breaking News

header ads

হাতিয়ার হরণী ইউপিতে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেষ্টা

ইউনুছ শিকদারঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনী ইউনিয়নের বয়ারচর টাঙ্কির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমকে (৩২) কুপিয়ে হত্যার চেষ্টা করে তার সাবেক স্বামী ওমর ফারুক। জানা যায়, প্রকাশ্যে হত্যার চেষ্টাকারী একাধিক মামলার আসামি ফারুককে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় মাইন উদ্দিন বাজার সড়কে এ ঘটনা ঘটে। এসময় ওই স্কুল শিক্ষিকাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন তার সহকর্মী অপর শিক্ষিকা পলাশী রানী। 

গুরুতর আহত অবস্থায় শিক্ষিকা ফাতেমা বেগমকে বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অতিরিক্ত রক্তক্ষরণ দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, স্কুল শিক্ষিকা ফাতেমা বেগম স্কুল ছুটির পর ইজিবাইকে(অটো রিক্সা)আরোহণ করে বাড়ি ফেরার পথে স্থানীয় মাইন উদ্দিন বাজারে এলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সাবেক স্বামী ফারুক গাড়ী থেকে জোর পূর্বক নামিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

এসময় ওই শিক্ষিকাকে বাঁচাতে গিয়ে অপর শিক্ষিকা পলাশী রানীও আহত হয়। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় শিক্ষিকাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। সহকর্মী অপর শিক্ষিকা পলাশী রানীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় ওই শিক্ষিকার প্রাক্তন স্বামীকে আটক করা হয়েছে। বিভিন্ন সময়ে স্বামীর নির্যাতনের কারণে গত দেড় বছর আগে তাকে ডিভোর্স দেয় স্ত্রী ফাতেমা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার ওপর এ হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments