Breaking News

header ads

বিএনপি নেতা দুদু'র দ্রুত বিচারের দাবিতে লক্ষ্মীপুরে যুবলীগের বিক্ষোভ।

লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকি দেওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগ।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যুবলীগের দলীয় কার্যলয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

পরে বক্তরা বিএনপির এই নেতার গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বলেন, দ্রুত তার বিচার কার্যকর না করলে আন্দোলন আরো কঠোর হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্যা আল নোমান, রামগতি উপজেলা যুবলীগের সভাপতি ভিপি হেলাল, কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন বাপ্পি, শহর যুবলীগের আহ্বয়ক আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, মিজানুর রহমান মিজান, সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, সদর পূর্ব যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, রুপম হাওলাদার, যুবলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য শাখায়েত হোসেন আরিফ।

Post a Comment

0 Comments