Breaking News

header ads

ইউপি চেয়ারম্যান-মেম্বারের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ খবর ‘গুজব’!

গাংচিল অনলাইন.কম: সম্প্রতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে তাকে ‘গুজব’ বলেছে সরকার। শনিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের যোগ্যতা এইচএসসি এবং মেম্বার পদের যোগ্যতা এসএসসি নির্ধারণ করে সরকার আইন পাস করেছে বলে ফেসবুকে প্রচারণা চালানো হচ্ছে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের যোগ্যতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে তথ্য বিবরণীতে।

Post a Comment

0 Comments