গাংচিল অনলাইন.কমঃ গত ৩১শে জুলাই ২০১৯ইং বুধবার সাপ্তাহিক মানব সমাজ পত্রিকার প্রথম পৃষ্ঠার ১ এর কলামে "রামগতি উপজেলার চর দরবেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি সৃষ্টি হয়েছে দূর্নীতি ও প্রতারণার মাধ্যমে" শিরোনামে খবর প্রকাশ করা হয়।
সংবাদটি আমার দৃষ্টিগোছর হওয়ার পর,আমি সম্পূর্ণ পড়িয়া দেখিলাম; চর দরবেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে, শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদেরকে জড়িতে যে সংবাদ প্রচার করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এটি নিঃসন্দেহে একটি সুনামধন্য বিদ্যালয়ের সুখ্যাতিকে নষ্ট করার ব্যর্থ প্রয়াসমাত্র। কে বা কাহারা সংবাদদাতাকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এহেন ভিত্তিহীন খবর প্রকাশ করিয়েছেন। আমি এমন খবরের তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি।
ইতিঃমাওলানা আফসার উদ্দিন
প্রধান শিক্ষক
চর দরবেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়
রামগতি লক্ষীপুর

0 Comments