Breaking News

header ads

কোম্পানীগঞ্জের মুছাপুরে কিশোরীর রহস্যজনক মৃত্যু।

গাংচিল অনলাইন.কম: কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের শহীদ উল্লাহর বাড়িতে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে হঠাৎ ছটফট করে কিশোরীটি মারা যায় বলে জানাযায়। মৃত কিশোরীর নাম দিয়ামনি এবং তার বাবার নাম শহিদ উল্লাহ।

শহিদ উল্লাহ জানান, রাত সাড়ে ৭ টায় কিশোরী বসতঘরে ছটফট করতে থাকে। পরে পরিবারের অন্যান্য সদস্যদের চিৎকারে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার এসআই নিজাম উদ্দিন হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

চিকিৎসকের বরাত দিয়ে এসআই নিজাম উদ্দিন জানান, ওই কিশোরীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তার এটাকে অস্বাভাবিক মৃত্যু বলে অবহিত করেন। 

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

0 Comments