গাংচিল অনলাইন.কম: কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল এলাকায় চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ইসমাইলকে পুলিশে ধরিয়ে দিতে গিয়ে সাহায্যকারী যুবক সেলিম নিজেও গেল কারাগারে।
স্থানীয়সূত্রে জানাযায়, ২৩সেপ্টেম্বর সোমবার সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত বেআইনি অস্ত্রধারী চার মামলার আসামি ইসমাইলকে গ্রেফতার করার জন্য সোমবার বিকেলে পুলিশ যায় পূর্ব গাংচিল কিল্লার বাজার এলাকায় তার বাড়িতে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসমাইল দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সেলিম নামে একই এলাকার এক যুবককে পুলিশ সন্ত্রাসী ইসমাইলকে ধরতে সাহায্য করতে বলে। তৎক্ষণাত সেলিম ইসমাইলকে আটকানোর চেষ্টা করলে সেলিম ও ইসমাইলের মধ্যে ধস্তাধস্তির হয়। এক পর্যায়ে সেলিমের সহযোগিতায় পুলিশ সন্ত্রাসী ইসমাইলকে আটক করে। কিন্তু ইতোমধ্যে ইসমাইল সেলিমের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। এবং ইসমাইল অভিযোগ করে সেলিম ও সন্ত্রাসী এবং পলাতক আসামী।
এ সময় আহত সেলিমকে পুলিশ চিকিৎসা দিতে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসা দিয়ে রাতে আহত সেলিমকে থানায় আনার পর পুলিশ জানতে পারে সেলিমও সন্ত্রাসী এবং তার বিরুদ্ধেও চার মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আসামি ইসমাইল ও সেলিমকে মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।


0 Comments