Breaking News

header ads

'গা‌ংচিল'-এর শুটিং ফের শুরু হয়েছে নোয়াখালীতে।

গাংচিল অনলাইন.কম: কিছু সময় বিরতির পর ফের শুরু শুরু হয়েছে 'গাংচিল' ছবির ছুটিাং এর কাজ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাংচিল’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।

১৯ আগস্ট থেকে নোয়াখালীর বিভিন্ন স্থানে এটির কাজ শুরু হয়েছিল। তবে শুটিং এর এ অংশে ইউনিটে দেখা যাচ্ছে না ছবির প্রধান দুই মুখ ফেরদৌস ও পূর্ণিমাকে! 

বিষয়টি সম্পর্কে পরিচালক নেয়ামূলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বললেন, ‘নায়ক-নায়িকার বাইরেও সিনেমার আরও অনেক চরিত্র এবং দৃশ্য থাকে। গল্পনির্ভর সিনেমায় তা-ই হয়। আমরা এবার মূলত সেই কাজটিই করছি। দুশ্চিন্তার কোনও কারণ নেই, তারা (ফেরদৌস-পূর্ণিমা) দুজন শিগগিরই আমাদের সঙ্গে নোয়াখালীতে শুটিংয়ে অংশ নেবেন। তারা ২৩ তারিখেই যোগ দিতে চেয়েছেন। কিন্তু আমি বলেছি ২৮-এর দিকে আসতে। তাহলে আমাদের অন্য কাজগুলো গুছিয়ে ফেলতে পারবো।’ 

নেয়ামুল জানান, নোয়াখালীতে এই পর্বের শুটিং চলবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। নোয়াখালীতে চলমান শুটিংয়ে অংশ নিয়েছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।

উল্লেখ্য, কয়েক মাস আগে নোয়াখালীতে শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছিলেন ফেরদৌস ও পূর্ণিমা।

Post a Comment

0 Comments