Breaking News

header ads

প্রবীণ ব্যবসায়ী শাহে আলমের মৃত্যুতে থানার হাটের ব্যবসায়ী ও কমিটির শোক পালন

ইউনুছ শিকদারঃ সুবর্ণচর উপজেলার ওয়াপদা ইউনিয়নের বৃহত্তম বাজার থানার হাটের প্রবীণ ব্যবসায়ী শাহে আলম সওদাগরের মৃত্যুতে বাজার কমিটি, ব্যবসায়ী ও এলাকাবাসী শোক পালন করছে। 

শুক্রবার(২৩/০৮/১৯) বাজারের প্রত্যেক ব্যবসায়ীরা তাদের ব্যাবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করেন এবং কালো ব্যাচ ধারণ করেন। বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি সাহাব উদ্দিন মিয়া প্রতিবেদককে বলেন, মরহুম শাহে আলম সওদাগর একজন সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী ছিলেন। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রস্তাব করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি রহিল গভীর সমবেদনা।

এছাড়াও বাজারের তিনটি মসজিদে জুমার নামাজের পর এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

উল্লেখ্য যে শাহে আলম সওদাগর গতকাল বৃহস্পতিবার সকাল ১১ঃ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। জানাযা শেষে সন্ধ্যা ৭টায় থানারহাট কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে দাপন করা হয়।

Post a Comment

0 Comments