Breaking News

header ads

সুবর্ণচরের থানার হাটে শর্ট ক্রীজ রৌপ্যকাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত

ইউনুছ শিকদারঃ "খেলায় শক্তি-খেলায় বল, খেলায় বাড়ায় মনোবল- মাদক ছেড়ে খেলতে চল" এই স্লোগানকে সামনে রেখে ঈদ পরবর্তী সুবর্ণচর উপজেলার থানার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শর্ট ক্রীজ রৌপ্যকাপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। 

প্রয়াত মিরাজ উদ্দিন মেম্বারের পরিবারের সদস্য বাজারের ব্যবসায়ী মোঃ শেখ ফরিদ ও আবদুর রহমান রকির অর্থায়নে খেলাটি পরিচালিত হয়। এতে ১৬ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

সাইফুল ইসলাম স্যার ও আজাদ হোসেনের অভিজ্ঞ আম্পায়ারিং এর মাধ্যমে খেলার পরিসমাপ্তি ঘটে বৃহস্পতিবার বিকাল ৫ টায়। ১২ ওভারের এই খেলায় বহু চড়ায় উৎরায় পার হয়ে শক্তিশালী দুটি দল ফাইনালে অবতীর্ণ হয়। এতে চ্যাম্পিয়নশীপ ট্রপি জয় করে " থানার হাট সিটি" নামক দলটি। রানার্সআপ হয় "শাহেদুর রহমান একাদশ "। ওপেনিং ব্যাট করতে নেমে শাহেদুর রহমান একাদশ ৮৫ রান করে অল আউট হয়ে যায়। চ্যাম্পিয়ন দল থানার হাট সিটি ৮৬ রানের টার্গেটে নেমে সহজে বিজয়ের হাসি লুফে নেয়।

ম্যান অফ দ্যা টুর্নামেন্টের মুকুট জয় করে বিজয়ী দলের অভিজ্ঞ খেলোয়াড় আরেজ খান নীল। ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কারটি লুফে নেয় রানার্সআপ দলের মোঃ শরীফুল ইসলাম।

পুরস্কার বিতরনকালে উপস্থিত ছিলেন, ০৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তফা কামাল জুয়েল, সাংবাদিক ইউনুছ শিকদার, মাষ্টার সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ তামজিদ হোসেন, খেলার ডোনার মোঃ শেখ ফরিদ ও আবদুর রহমান রকিসহ প্রমুখ ।

Post a Comment

0 Comments