Breaking News

header ads

সোনাপুরে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন সেনাবাহিনী !

গাংচিল অনলাইন.কম: নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে খাল ও সড়ক দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন নোয়াখালী জেলা প্রশাসনের তত্বাবধানে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে সোনাপুর জিরো পয়েন্টে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 নোয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া জানান, শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে খাল ও সড়কের ওপর থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এই লক্ষ্যেই আমরা এই উদ্ধার অভিযান পরিচালনা করছি। 

তিনি বলেন খালের পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। এক্ষেত্রে কাউকে কোনও ছাড় দেওয়া হবে না। খাল ও জলাশয় রক্ষার্থে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

অভিযানে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড সোনাপুর জিরো পয়েন্ট থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক এবং সোনাপুর-সুবর্ণচর সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

Post a Comment

0 Comments