ইউনুছ শিকদারঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। "চাই সবার হাসি মুখ" এই স্লোগানকে সামনে রেখে সুবর্ণচর উপজেলার ওয়াপদা ইউনিয়নের থানার হাট প্রাইমারী স্কুল সংলগ্ন উদ্বোধন হয়েছে," নিউ জনসেবা ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার" নামক সেবা কেন্দ্র।
২২শে আগস্ট থেকে চালু হয়েছে এই ডায়াগনস্টিক সেন্টারটি।এই ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বারে রয়েছে আধুনিক চিকিৎসা সেবা,বিশেষজ্ঞ ডাক্তারগণের চেম্বার,রক্তের সকল পরীক্ষা নিরীক্ষা, 4D কালার আল্ট্রাসনোগ্রাফী, ১২ চ্যানেল ই.সি.জি, উন্নত মানের এক্স-রে, বিদেশগামীদের মেডিকেল চেকআপ,গর্ভবতী মহিলাদের আল্ট্রাসনোগ্রাফী, নেবুলাইজেশন সার্ভিস, ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস ও সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।
এছাড়াও এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে গরীব- অসহায় জনসাধারণকে বিনা পয়সায় ব্লাড গ্রুপিং,ডায়াবেটিস চেকআপ ক্যাম্পিং ও চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালের ডাক্তার দ্বারা ফ্রী চক্ষু শিবিরের ব্যবস্থা করা হয়।
ডায়াগনস্টিক সেন্টারের এম ডি প্রতিবেদককে বলেন, স্কুল - মাদ্রাসার শিক্ষার্থীদের বিনা খরচে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করবো।



0 Comments