বিয়ের প্রলোভন দেখিয়ে সোনাইমুড়ী উপজেলায় এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণীর কথিত প্রেমিক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বেগমগঞ্জের আপানিয়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বুধবার ওই তরুণীকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের রসুলপুর গ্রামের সাজ্জাদ হোসেন বাবুর বাড়িতে নিয়ে যায়। সেখানে রফিকুল, বাবু ও সাইফুল মিলে তাকে দলবেঁধে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে বৃহস্পতিবার (২৭ জুন) রাতে তারা থানায় খবর দেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে মামলার প্রধান আসামি রফিকুলকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


0 Comments