Breaking News

header ads

কোম্পানীঞ্জে পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে ফেলল মাদক ব্যবসায়ী!

কোম্পানীগঞ্জে নুর উদ্দিন হেলাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার নুর উদ্দিন হেলাল বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের মকুসারেং বাড়ির আবদুস সাত্তারের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো.আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভা ৮নং ওয়ার্ডের উপজেলা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। 

অভিযুক্ত নুর উদ্দিন দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছিল। অভিযানের সময়ও তার কাছে ইয়াবা পাওয়া গিয়েছিল। ওই সময় পুলিশকে দেখে তার কাছে থাকা ইয়াবাগুলো গিলে ফেলে। 

ওসি আরো জানান, গিলে ফেলা ইয়াবাগুলো উদ্ধার করা হবে। নুর উদ্দিন এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

Post a Comment

0 Comments