রাজশাহীর কাটাখালীতে বালু বোঝাই ট্রাকের চাপায় বাসযাত্রী কলেজছাত্র ফিরোজের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় কাটাখালী পৌরসভার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরে আহত ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার হয়। সেখানে তার অস্ত্রোপচার চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। ফিরোজের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। তিনি রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, কলেজছাত্র ফিরোজ বগুড়া থেকে রাজশাহী যাচ্ছিল। কাটাখালীর পৌরসভার সামনে বাসটিকে চাপা দেয় ট্রাকটি। এতে বাসে থাকা ফিরোজের হাত কনুই থেকে কেটে পড়ে যায়।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার বাড়ি বগুড়ার নন্দীগ্রামে, বাবার নাম মাহফুজুর রহমান।


0 Comments